নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরে জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নামে প্রতারণার ফাঁদ পেতে প্রায় সাত হাজার গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে গা ঢাকা দেওয়া প্রতারকচক্রের মূলহোতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। আটক ব্যক্তির নাম আজাদ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, চক্রটি জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নামে সাত হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এক পর্যায়ে চক্রের সদস্যরা উধাও হয়ে যায়। বুধবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আজাদকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান খন্দকার আল মঈন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :