তথ্যপ্রযুক্তি ডেস্ক : এবার নতুন নিয়ম আসছে শর্ট ভিডিও তৈরির বেশ আলোচিত প্ল্যাটফরম টিকটকে। আর তা হলো লাইভ ভিডিও প্রচারে ক্ষেত্রে বয়সসীমা বাড়ানো। অর্থাৎ এখন থেকে লাইভ সুবিধা পেতে ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সোমবার এই ঘোষণা দিয়েছে চীনের ভিডিও প্ল্যাটফর্মটি।
টিকটক তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর থেকে কার্যকর হবে লাইভ ভিডিও করার বয়সসীমার নতুন নিয়ম। তবে ১৮ বছরের নিচে বয়সীরা লাইভ ভিডিও করতে না পারলেও অন্যদের করা ভিডিও দেখার সুযোগ পাবে। এছাড়া চাইলে ভিডিও নির্মাতারা তাদের দর্শকদের বয়স নির্ধারণ করতে পারবেন। ফলে শুধুমাত্র সেই ভিডিও দেখার সুযোগ পাবেন নির্দিষ্ট বয়সের দর্শকেরা। এছাড়া এখন থেকে ব্যবহারকারীরা লাইভে পাঁচজন পর্যন্ত অতিথিকে একসঙ্গে রাখতে পারবেন।
‘ডিরেক্ট মেসেজ’ অর্থাৎ সরাসরি মেসেজ করার ক্ষেত্রে বয়সসীমা ১৬ করছে টিকটক। এই বয়সের নিচে কেউ ডিরেক্ট মেসেজ করতে পারবে না। অন্যদিকে কেবল ১৮ বছর হলেই পাঠানো যাবে ভার্চুয়াল উপহার।
ব্যবহারকারীদের রক্ষা করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে টিকটক।
কোম্পানিটি লিখেছে, ব্যবহারকারীদের নিরাপত্তায় কোনো আপস করতে চাই না আমারা। আমাদের তরুণ সদস্যদের আরও সুরক্ষা দিতে চাই।
বর্তমানে ১৬ বছর হলে টিকটকে লাইভ ভিডিও করা যায়। তবে সামনে এই সুযোগ আর থাকছে না। সূত্র: ম্যাশেবল
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :