নিজস্ব প্রতিবেদক : বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেই পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইভা বেগম (২১)। খবর পেয়ে শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।
মৃত ইভা বেগম মুলাদী উপজেলার কাচির চর গ্রামের আনোয়ার আকনের মেয়ে ও গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী। গত পাঁচ মাস পূর্বে ইভা বেগমের বিয়ে হয়।
মৃতের স্বামী নলচিড়া বাজারের মুদি ব্যবসায়ী আক্কাস হাওলাদার বলেন-শনিবার বিকেলে তার স্ত্রী ইভা বেগম বাবার বাড়ি থেকে তাদের বাড়িতে আসেন। পরবর্তীতে ওইদিন দিবাগত রাত সাড়ে সাতটার দিকে স্ত্রীর জন্য নলচিড়া বাজার থেকে তিনি (আক্কাস) চটপটি নিয়ে বাড়িতে আসেন। এসে দেখেন ঘরের মধ্যে তার স্ত্রী ইভা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষনিক তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়।
আক্কাস হাওলাদার আরও বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি ইভা বেগমের সাথে অন্য এক ছেলের পরকীয়া সম্পর্ক রয়েছে। ধারনা করা হচ্ছে পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করেই ইভা আত্মহত্যা করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ রোববার (১৬ নভেম্বর) সকালে মর্গে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.