নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা হাইওয়ের পাটধারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফরিদুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার বামিহাল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। এছাড়া তিনি শুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়ার বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিহত ফরিদুল ও সাবেক ইউপি সদস্য আফতাব উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। চলমান বিরোধের জেরে ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আফতাবের নেতৃত্বে কয়েকজন ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার বাড়িতে হামলা চালায়।
ওই হামলার কিছু সময় পর বামিহাল বাজারে গিয়ে পাল্টা আফতাব ও তার লোকজনের ওপর হামলা চালান রুহুল ও মুসা। এসময় ধারালো অস্ত্র দিয়ে আফতাব ও রুহলসহ চারজনকে এলোপাথাড়ি কোপানো হয়।
পরে আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে পরদিন রাজশাহী মেডিকেলে মৃত্যু হয় রুহুল আমিনের। এ ঘটনায় হত্যা মামলা হলে বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলাম পালিয়ে যান। সবশেষ পলাতক অবস্থায় ভোরে সলঙ্গা থানা পুলিশ তার জবাই করা মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আকতার।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :