ভোলায় নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার


Barisal Crime Trace -GF প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ১১:১৭ পূর্বাহ্ণ /
ভোলায় নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাত প্রায় ৩৫ বয়সী এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

 

 

বুধবার (১৯ অক্টোবর) সকালে ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা জংশন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।

 

 

ওসি আরও বলেন, বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।