ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ণ /
ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান

স্টাফ রিপোর্টার, ঝালকাঠি : ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঝালকাঠি শহরের আমতলা রোড ও টি অ্যান্ড টি রোড এলাকায় অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

ভোক্তা অধিকার জানায়, দুপুরে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশী কসমেটিকস বিক্রি ও বিভিন্ন পণ্যের গায়ে নিজ থেকে স্টিকার লাগিয়ে দাম নির্ধারণ করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রিসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।