পিরোজপুরে বিপুল পরিমান মাদকসহ আটক ৫


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ণ /
পিরোজপুরে বিপুল পরিমান মাদকসহ আটক ৫

স্টাফ রিপোর্টার, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে এবং ডিবি (দক্ষিণ)-এর সহযোগিতায় বিপুল পরিমান মাদকসহ তাদের আটক করা হয়।

জানা গেছে, পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের স্লুইচগেট-সংলগ্ন রত্তন হাওলাদারের বাসায় অভিযান চালিয়ে দু’হাজার ৫০০ পিচ ইয়াবা, ১২ গ্রাম ক্রিস্টাল মিথাইল আইস, সাড়ে চার কেজি গাঁজাসহ মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্বার করা হয়।

এ সময় মাদক সম্রাট রওন হাওলাদার (৬৫), স্ত্রী নূরজাহান বেগম (৬০), মেয়ে আসমা আক্তার (২৩), মো: মাহাবুব হাওলার (৩২) ও আবুল বাসারকে (৩০) আটক করা হয়।