পটুয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাংকের এজেন্টকে মারধরের অভিযোগ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ণ /
পটুয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাংকের এজেন্টকে মারধরের অভিযোগ

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় মো. আনিচুর রহমান (৩৮) নামে একটি ব্যাংকের এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলার বহরমপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান।

আহত আনিচের অভিযোগ, ঘটনার দিন তিনি দক্ষিণ আদমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সোহেল মৃধা নামে এক ব্যক্তির জানাজায় অংশ নিতে যান। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ তাকে ডাক দেন। পরে সেখানে গেলে উপজেলা চেয়ারম্যানের ভাতিজা ও বহরমপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ ৩-৪ জন লোক নিয়ে আনিচুর রহমানকে মারধর করেন বলে দাবি করা হয়। পরে তাকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়।

আনিচের অভিযোগ, এর আগে তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি করেন। ওই জিডির ক্ষোভ থেকে সোহাগ চেয়ারম্যান তাকে মারধর করেন।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ যুগান্তরকে বলেন, মারধরের অভিযোগ সত্য নয়। আনিচ ইউনিয়ন পরিষদে কাজ করার সুবাদে বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত। বিভিন্ন সময় লোকজনের কাছ থেকে হয়রানি করে টাকা আদায় করেন।

ঘটনার দিন এসব বিষয়ে আনিচের কাছে জানতে চাওয়া হলে সে ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে খারাপ আচরণ করেন। তাই স্থানীয় কয়েকজন মানুষ উত্তেজিত হয়ে তাকে থাপ্পড় দেন। আমি তাকে মারধর করিনি। দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।