ক্রাইম ট্রেস ডেস্ক : আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসর। জানুয়ারির ৬ তারিখ বিপিএল শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারিতে। ফ্রাঞ্চাইজিভিত্তিক এই প্রতিযোগিতায় এবার দেখা যেতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের।
জানা গেছে, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলের। কিন্তু এই সিরিজ বাতিল করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে এ মাসটিতে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যেতে পারে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে।
ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের বিপিএলে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পকিস্তান দলের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি, সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও পেস বোলিং অলরাউন্ডার হাসান আলিকে দলে ভেড়াতে আগ্রহী।
তবে এ বিষয়ে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি। বিশ্বকাপ শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানা যাবে।
প্রসঙ্গত, বিপিএলের আগের আসর গুলোতে ৬টি দল থাকলেও এবারই প্রথম ৭টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হবে রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :