লালমোহন প্রতিনিধি : হাতের ওয়ালেটে মানুষ যেখানে মোবাইল ফোন আর টাকা-পয়সা রাখে, সেখানে আসাদুল ইসলাম এলিন (২৯) নামের এক যুবক রাখে গাঁজা। এ যেন তার কাছে ফ্যাশন। এলিনের এমন কাণ্ড দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ পুলিশের।
মঙ্গলবার রাতে ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে হাতের একটি ওয়ালেট ভর্তি একশত গ্রাম গাঁজাসহ এলিনকে আটক করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই শক্তিপদ মৃধা সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আসাদুল ইসলাম এলিন লালমোহন পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মোতাহার উদ্দিন সড়কের মো. কামরুল ইসলাম মাষ্টারের ছেলে। তাকে আটকের পর পুলিশ বাদী হয়ে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এলিনকে আটক করে। রাতে থানায় মামলা দায়েরের পর বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে নামপ্রকাশ না করা শর্তে একাধিক সূত্র জানায়, এলিন লালমোহনের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পৌর শহরের লাঙলখালী, পাটোয়ারী কান্দি, স্টেডিয়াম ও লঞ্চঘাট এলাকায় মাদক সাপ্লাই দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এসব কাজের জন্য তার রয়েছে একাধিক গ্যাংও। যারা বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। এলিনসহ তার গ্যাংকে সমূলে নির্মূলের দাবী স্থানীয় সচেতন মহলের।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :