অনলাইন ডেস্ক : পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে করা একটি মামলায় মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলাটির নির্ধারিত তারিখে আসামিরা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে, পরোয়ানা কার্যকর সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন:
দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে মেহজাবীন তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার প্রতিশ্রুতি দেন।
এই প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে অভিনেত্রী ও তার ভাইকে মোট ২৭ লাখ টাকা দেন।
তবে, দীর্ঘদিন পার হলেও তারা কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি এবং টাকা ফেরত চাইতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাওয়ার পর, ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।
এছাড়াও, তারা বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, "টাকা চাইতে আর বাসার সামনে দেখা গেলে মেরে ফেলব।" এতে বাদী চরম আতঙ্কে পড়েন।
ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলাটি দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.