মেঘনায় ভাঙ্গন রক্ষা কাজে শ্রমিক নিখোঁজ, দ্বিতীয় দিনেও খোঁজ মেলেনি


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ৪:২২ অপরাহ্ণ /
মেঘনায় ভাঙ্গন রক্ষা কাজে শ্রমিক নিখোঁজ, দ্বিতীয় দিনেও খোঁজ মেলেনি

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে শহররক্ষা বাধের নদীর তীর ভাঙন রোধে কাজ করতে গিয়ে শাহীন (৩০) নামের এক শ্রমিক মেঘনায় নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুরের বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন পর্যটন এলাকা মেঘনা পাড়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজের দ্বিতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রাখছে বলে জানা গেছে। নিখোঁজ শ্রমিক শাহিন আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের বাদশা হাওলাদরের ছেলে। নিখোঁজ শাহিনের পরিবারে চলছে এখন শোকের মাত।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, নদীর তীর রক্ষা ও শহর রক্ষাবাধ প্রকল্পের আওতায় জরুরি মেরামতের কাজে নিয়োজিত ২৫ শ্রমিক নদীর তীর ভাঙ্গন কবলিত স্থানে জিও ব্যাগ স্থাপনের কাজ করছিল। মঙ্গলবার ওই শ্রমিকরা মেঘনা পাড়ে স্থাপন করা প্রায় ৫শ জিও ব্যাগসহ পাড় ভেঙে মেঘনায় তলিয়ে যায়।

এ সময় তীরবর্তী মানুষ ২৫ জনের মধ্যে ২৪ শ্রমিককে উদ্ধার করতে পারলেও বালুভর্তি জিও ব্যাগের নিচে চাপা পরে মেঘনায় তলিয়ে যাওয়া শ্রমিক শাহিনকে উদ্ধার করতে পারেনি।

পানি উন্নয়ন বোর্ডের (ডিভিশন-২) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জরুরি মেরামতের কাজ করতে গিয়ে মেঘনা পাড় ভেঙে শাহীন নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

দুর্ঘটনার পরপরই নিখোঁজের দ্বিতীয় দিনেও শ্রমিককে উদ্ধারে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মী, কোস্টগার্, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।