বাংলাদেশ ইসলামিক পার্টির সঙ্গে সংলাপে বিএনপি


Barisal Crime Trace -GF প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ৭:২২ অপরাহ্ণ /
বাংলাদেশ ইসলামিক পার্টির সঙ্গে সংলাপে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে চলমান সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের পর বাংলাদেশ ইসলামিক পার্টির সঙ্গে সংলাপে বসেছে বিএনপি।

 

 

বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ শুরু হয়।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

 

তিনি জানান, সংলাপে বাংলাদেশ ইসলামিক পার্টির সভাপতি আবু তাহের চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন মহাসচিব আবুল কাসেম, সিনিয়র সহ-সভাপতি এজাজ হোসেন, সহ-সভাপতি সিদ্দিক আহমেদ নোমান, অতিরিক্ত মহাসচিব সাখাওয়াত হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আব্দুর রহমান, ছাত্র শক্তি সভাপতি আদেল উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান।

 

 

অন্যদিকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংলাপে উপস্থিত রয়েছেন।

 

 

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে বিএনপির সংলাপ অনুষ্ঠিত হয়।