স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন ভাটিখানা এলাকা থেকে গাঁজা গাছসহ এক কিশোর- যুবককে আটক করেন থানার পুলিশ। বুধবার (১৯অক্টোবর)রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিউ ভাটিখানা এলাকায় কাউনিয়া থানার পুলিশ একটি টিম অভিযান পরিচালনা করেন।
এসময় নিউ ভাটিখানা এলাকার থেকে আরিফুর রহমান রিয়াদ, জামান আজিম তালুকদার (১৯)কে গাঁজা গাছ, সাত পিস ইয়াবাহ, এক পুড়িয়া গাঁজা সহ আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা মৃত্যু মোঃ জিএম মজিবর রহমানের পুত্র, আরিফুর রহমান রিয়াদ (১৬) নগরীর বিবির পুকুরের পূর্ব পাড়, বেলভিউ গলির বাসিন্দা মোঃ আবুল কাশেম তালুকদারের পুত্র মোঃ জামান আজিম তালুকদার (১৯)।
বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হরিদাস নাগ। তিনি বলেন,আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :