চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে দুস্থ, অসহায়, স্বামী পরিত্যাক্তা, বিধবা নারীদের স্বাবলম্বীকরণে ক্ষুদ্র শিল্পের বিকাশ ও নতুন উদ্ভাবনী উদ্যোগ সৃষ্টি সংক্রান্ত উম্মুক্ত সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রজগোপাল টাউন হলে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহি অফিসার আল নোমান রাহুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মোঃ মোরশেদ প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন কমিশনার (ভূমি) আবদুল মতিন খান, চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মোরাদ হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি,নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুবিধাবঞ্চিত শতাধিক নারী উপস্থিত ছিলেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :