স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল নগরীর পলাশপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরের নেতৃত্বে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর জখম করার অভিযোগ উঠে। গত মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৮ ঘটিকা সময় ঘটনাটি ঘটে।
আহত পরিবার জানান, পলাশপুর ৫নং ওয়ার্ড সূর্য্যের হাসি ক্লিনিকের পিছনে সজিব ও জয় এর সাথে কাজের বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আহত কথাবার্তা শেষে দু’জন ঘটনা স্থাল থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে সজিবকে মুঠোফোনে কল দেয় জাহাঙ্গীর।
সে ঘটনা স্থানে আসতেই কোনো কিছু বুঝে উঠার আগেই একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের নেতৃত্বে শহিদ,রমজান, হাসান, (জাহাঙ্গীর ড্রেজার) বরকত আলি রুম্মানসহ অজ্ঞাত ৬/৭ জন মিলে সজিবের পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
এসময় স্থানীয়রা আহত সজিবের ডাক চিৎকার শুনে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় তার পরিবারের কাছে বিষয়টি জানালে ঘটনা স্থালে গিয়ে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহমান মুকুল জানান, বিষয়টি আমার জানা নেই তবে আহত পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার জন্য পাঠিয়ে দিন, অভিযোগ সূত্রে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :