স্টাফ রিপোর্টার, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউল হক আকন,সাংবাদিক এস এম পলাশ রোজ বেকারীর স্বত্তাধিকারী মাহবুব হোসেন, ডিজিটাল ক্লিনিকের ব্যাবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন মুদি ব্যবসায়ী খোকন সাহা প্রমূখ।
সেমিনারে ব্যবসায়ীদের উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজার মোঃ ইজাজুল হক বলেন, আপনারা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং প্রদর্শন করবেন না। তিনি সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিত করে ব্যবসা পরিচালনা করার আহবান জানান। অন্যথায় সকলকে আইনের আওতায় আনবেন বলে হুশিয়ারি করেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :