লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের জনগণই বাংলাদেশ আওয়ামীলীগের বড় শক্তি।
এই শক্তিকে পুঁজি করেই আওয়ামীলীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে দেশে ঈর্ষণীয় উন্নয়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই আজ বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিতে রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহনের সিকদারহাট বাজারে পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পশ্চিম) শাখার ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণও এখন সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে। দেশের মানুষের স্বার্থে, দেশের মানুষের কল্যাণের জন্য আওয়ামীলীগ সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন মৃধার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,
জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পশ্চিম) শাখা আওয়ামীলীগের সভাপতি সালাম হাওলাদার ও সাধারণ সম্পাদ শাহিন মাতাব্বরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :