নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ব্যাগের ভেতর সেলাই করে পেয়ারার বস্তায় লুকিয়ে রাখা প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে র্যাব। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন।
তিনি জানান, এ ঘটনায় ৪৬০ গ্রাম হেরোইনসহ তোহর আলী (৬০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত তোহর আলী (৬০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোয়ব আলীর ছেলে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা।
মেজর কাওসার বাঁধন আরও জানান, ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তোহর আলীকে সন্দেহ হলে র্যাব সদস্যরা তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মাদক বহনের কথা স্বীকার করেন।
পরে তার ব্যাগের সেলাই করা অংশ থেকে চার পুড়িয়া হেরোইন এবং পেয়ারার বস্তা থেকে চারটি পলিথিন প্যাকেটে রাখা মোট ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত হেরোইন আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.