ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয়ার অভিযোগ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ৬:১৭ অপরাহ্ণ /
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ঝালকাঠি : ‘দেশব্যাপী পুলিশের ধরপাকড়, অবৈধ শাসক দলের হামলা-মামলা, জুলুম-নির্যাতন ও দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে নিক্ষেপের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঝালকাঠি জেলা বিএনপি। এ সময় স্থানীয় পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কিছুদূর গেলেই পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতি হয়। পুলিশ তাদের থেকে ব্যানার নিয়ে নেয়। একপর্যায়ে ধাওয়া করে ছত্রভঙ্গও করে দেয়া হয় তাদের। পরে তারা পুলিশি বেরিকেডের মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ আহম্মেদ ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান।

বক্তারা মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তিসহ সারাদেশে নেতাকর্মীদের গণগ্রেফতার ও মামলা-হামলা বন্ধের আহ্বান জানান। অন্যথায় সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।