শামীম আহমেদ, বরিশাল : বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) আহবায়ক এ্যাড, মুজিবুর রহমান নান্টু বলেছেন, ৫ই নভেম্বরের বরিশালের গণ সমাবেশে যতই গাড়ী-লঞ্চ সহ যাতায়াত ব্যবস্থা বন্ধ করেন না কেন এবার ১৪৪ ধারা জারি করা হলে কোন বিএনপির নেতা কর্মীদের ঢল সামলাতে পারবেন না। আপনারা যত বাধা দিবেন ততই দেশে আগুন জলবে। দেশের মানুষ এখন আর আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। তারা এখন দেশে শান্তিপূর্ণ অবাধ সুষ্ট নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায়।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে জেলা বিএনপির আয়োজনে সারাদেশে ধর পাকড়,মিথ্যা মামলা,গ্রেফতার, জামিন বাতিল করে নেতা কর্মীদের কারাগারে প্রেরন,পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক একথা বলেন।
অপরদিকে একই কর্মসূচিতে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল উত্তর জেলা বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করে। জেলা (দক্ষিণ) বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন তালুকদার মেবুলের সঞ্চলনায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন, জেলা বিএনপি বর্তমান আহবায়ক কমিটি সদস্য এ্যাড,নাজিম উদ্দিন আহমেদ পান্না,বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অন্যদিকে অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে উত্তর জেলা বিএনপির আয়োজনে বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ সভাপতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সৈয়দ রফিকুল ইসলাম লাবু, আঃ সত্তার খান,আঃ গফফার তালুকদার, আফজাল হোসেন, মঞ্জুর হোসেন মিলন।
এসময় আরো উপস্থিত ছিলেন দুলাল রায় দুলু, ওয়াহেদ হারুন,জিয়া উদ্দিন সুজন,আসাদুজ্জামান মুক্তা,এ্যাড, আঃ মালেক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা বলেন আগামী ৫ই নভেম্বরের গণ সমাবেশ যেকোন মূল্যে উত্তর জেলা বিএনপি মোকাবেলা করে সমাবেশে উপস্থিত হয়ে তা সফল করার করবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :