স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জালিয়াতির মাধ্যমে তৈরি শিক্ষাগত সনদ দিয়ে চাকরি নেওয়া এক প্রভাষককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, মো. রেজাউল সরকার (৩৩) নামের ওই ব্যক্তিকে বুধবার আটক করা হয়েছে।
রেজাউল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চিলমারী এলাকার বাসিন্দা আব্দুস সামাদ সরকারের ছেলে। তিনি উপজেলার বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের কম্পিউটার অপারেশন পদে প্রভাষক হিসেবে চাকরি করছিলেন।
র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভুয়া বিএসসি (অনার্স) সনদ দিয়ে গত ২০ ফেব্রুয়ারি থেকে চাকরি করছেন রেজাউল।
পরে র্যাব ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে রেজাউলের সনদ ভুয়া বলে প্রমাণ পেলে বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিএসসির ভুয়া সনদ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভুয়া প্রভাষক রেজাউলের বিরুদ্ধে জাল-জালিয়াতি-প্রতারণার অভিযোগে র্যাব বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেছে। রাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, ওই মামলার আসামি হিসেবে রেজাউলকে বৃহস্পতিবার বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :