পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের নকল পণ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। বুধবার দিবাগত রাতে বাউফল উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করায় দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন পটুয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলে নকল পণ্য উৎপাদন ও সরবরাহ কাজে নিয়োজিত ছিলেন বলে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মঈনুল হাসান নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- বাউফল উপজেলার কৈখালী গ্রামের আ. রবের ছেলে ইয়াকুব আকন (২৮) ও পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়ার কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. শাকিব আকন (১৭ )।
অভিযানের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান বলেন, বুধবার রাতে পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলামকে একটি গোপন সূত্র আলোচ্য তথ্য নিশ্চিত করেন। পরে তার নির্দেশে বুধবার গভীর রাতে পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে এসআই মিজানুর রহমান কাশিপুর এলাকার পরিত্যক্ত একটি গোডাউনে অভিযান চালায়।
এ সময় বিএসটিআই অনুমোদনবিহীন বিভিন্ন ব্রান্ডের সিগারেট, যৌন উত্তেজক জিংপোল, জিনসেন, জি-ফাইন ওষুধ, ললিপপ, আইসপপ, শরবত জুস, খাবার সেলাইন, নানা ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী, নারিকেল তেল, চা পাতা, বিস্কুট উদ্ধার করেন। এছাড়াও কয়েক প্রকারের নাম সর্বস্ব শিশু খাদ্য এবং নকল ঔষধসহ অন্তত অর্ধশত প্রকারের খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানকালে ডিবি পুলিশ সদস্যরা এসব খাদ্য পণ্য তৈরি কাজে ব্যবহৃত কাঁচামাল, বিভিন্ন ব্রান্ডের প্যাকেট ও লেবেল, এবং ফিটিং মেশিন উদ্ধার করেন। এছাড়াও তাদের কাছ থেকে পণ্য বাজারজাতে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন গোপনীয়তা বজায় রেখে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় নিজেদের তৈরিকৃত পণ্য বাজারজাত করে আসছিল। গ্রাম-গঞ্জের হাট-বাজারের দোকানে তাদের উৎপাদিত এসব পণ্য কম মূল্যে সরবরাহ করতেন তারা। গ্রামের সহজ-সরল ও অসচেতন মানুষগুলো এ পণ্য ব্যবহার করে নানা রোগাক্রান্তের পাশাপাশি জীবনের ঝুঁকি বাড়াত। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :