নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাইতে মান্নান খান লাল নামের এক কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে নিঃস্ব হয়ে গেছেন কৃষক মান্নান খান।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে চরমোনাই ইউনিয়নের পশুরীকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (১৬ নভেম্বর) বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছেলে আবু সালেহ খান।
বরিশাল দর্শনীয় স্থান সম্প্রতি ওই গ্রামে গত কয়েকমাসে বেশ কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় ও চোরদের উৎপাত বেড়ে যাওয়ায় আতঙ্কে রাত কাটাচ্ছেন গ্রামবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে চরমোনাই ইউনিয়নে পশুরীকাঠি গ্রামে গোয়ালঘর থেকে কৃষক মান্নান খানের ৬টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। রবিবার ভোরে ঘুম থেকে উঠে মান্নান খান গোয়াল ঘরে গিয়ে দেখতে পান গোয়ালঘরে থাকা ১০ টি গরুর মধ্যে ৬টি চুরি গেছে। বাকি ৪টি বাচুর রেখে গেছে। এতে করে শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী পরিবার।
কৃষক মান্নান খান জানান, ৬টি গরুর মধ্যে চারটি গাভী ও ২ টি ষাঁড় গরু নিয়ে গেছে চোরচক্র। চুরি হওয়া ছয়টি গরু দাম অন্তত ৬ লক্ষাধিক টাকা। ইদানিং এ গ্রামের চুরির মাত্রা বেড়ে গেছে।
মান্নান খানের স্ত্রী রাশেদা বেগম জানান, অভাব অনটনের সংসারে গরু গুলোই ছিল আমাদের জীবিকা নির্বাহের উৎস। শেষ সম্বল হারিয়ে আমরা এখন নিঃস্ব।
বরিশাল কোতয়ালী মডেল থানা ওসি মিজানুর রহমান বলেন- গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে গুরুত্ব সহকারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.