নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ৪৭ জন শিক্ষা ক্যাডারেরা পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। তারা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন।
রোববার সকালে কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যনারে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচীর মাধ্যমে কর্মবিরতী শুরু করেন তারা।
এ সময় শিক্ষা ক্যাডারদের অভিযোগ করে বলেন, পদোন্নতির জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা— সন্তোষজনক এসিআর, বিভাগীয় ও সিনিয়র স্কেল পরীক্ষায় পাস, বুনিয়াদি প্রশিক্ষণ, নথিপত্র—নিয়ম অনুযায়ী সম্পন্ন করা সত্ত্বেও তাদের পদোন্নতির ফাইল বছরের পর বছর ধরে মন্ত্রণালয়ে আটকে রয়েছে। কেউ ছয় বছর, কেউ দশ বছর, আবার কেউ তেরো বছর ধরে প্রভাষক পদে কর্মরত থাকলেও এখনো পদোন্নতি হয়নি।
তারা আরও বলেন যোগ্য প্রভাষকগণের সহকারী অধ্যপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি না হওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যনারে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচী চলবে।
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন ৪৭ জন শিক্ষা ক্যাডারেরা পদোন্নতির দাবিতে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচী পালন করছেন। তারা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.