নিজস্ব প্রতিবেদক, বরিশাল:হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। উপজেলার এক নং সদর ইউনিয়নে বিরাট ভাটিপাড়া গ্রামে একদিনে শিয়ালের কামড়ে আহত হয়েছে নারী-শিশুসহ পাঁচজন। এতে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিরাট ভাটিপাড়া কামারবাড়ি গ্রামের আমির হোসেন (২০), আয়েশা বেগম (৩০), তামান্না আক্তার (১০), টুনি (৭) ও অলবস (৪০)।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে ভাটিপাড়া গ্রাম সংলগ্ন নদীর তীরবর্তী এলাকা থেকে একটি শিয়াল বের হয়ে আসে। এসময় শিয়ালটি অস্বাভাবিক আচরণ শুরু করে।
সে প্রথমে দুইটি গরুকে কামড়ায়। পরে নারী-শিশুসহ ওই পাঁচজনকে কামড়িয়ে আহত করে। স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ভাটিপাড়া গ্রামের ইউপি সদস্য জসিম মিয়া বলেন, ঘটনার পর স্থানীয়রা ওই শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেছিল। কিন্তু ধরতে পারেনি। এর আগেও ওই এলাকায় অনেকেই শিয়ালের ধাওয়া খেয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিয়ালের কামড়ে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরে গেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.