নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। তবে এ খবরকে একদম নাকচ করেছেন মেহজাবীন। মেহজাবীন তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ বিষয়ে খোলাসা করেছেন।
তিনি লিখেছেন, আমার নাম ব্যবহার করে অনলাইনে কিছু ‘মামলা’সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সাংবাদিকদের উদ্দেশে অনুরোধ রেখে বলেন, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।
তবে মেহজাবীনের নামে মামলা আছে বলে আদালত সূত্র বলছে। আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল মামলাটি। কিন্তু তারা আদালতে হাজির না হওয়ায় পরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
১০ নভেম্বর এ পরোয়ানা জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা তানিয়া। এরপর তাদের গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল করার জন্য ধার্য করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর।
অভিযোগপত্রে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪-৫জন অকথ্য ভাষায় গালিগালাজ করে।
তারা বলেন, ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না’ তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়।
ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে থানার পক্ষ থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.