নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন হত্যাকাণ্ডের শিকার এবং একজন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতরা হলেন- উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের আমিনুল ইসলাম (৪২), নলচিড়া ইউনিয়নের চর রমজানপুর গ্রামের সুধাংশু মণ্ডলের স্ত্রী সবিতা মণ্ডল (৬০) ও নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী ইভা বেগম (২১)।
নিহত আমিনুলের স্বজনরা জানান, শনিবার রাত ১০টার দিকে হাত-মুখ ধোয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমিনুল। এরপর নিখোঁজ হয়ে যান। রবিবার সকালে বাড়ির সামনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।
এদিকে নিহত সবিতা মণ্ডলের স্বজনরা জানান, সবিতা মণ্ডল বাসায় একাই ছিলেন। সকালে স্বজনরা দরজা খোলা ও ঘর এলোমেলো অবস্থায় পান। পরে বিছানায় তার মরদেহ দেখা যায়। তাদের ধারণা, দুর্বৃত্তরা লুকিয়ে থেকে রাতে লুটের সময় বাধা দেওয়ায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।
উল্লেখ্য, তার একমাত্র ছেলে সুকুমার কয়েকদিন আগে গ্রিস থেকে দেশে এসেছেন। ঘটনার সময় তিনি স্ত্রীর সঙ্গে বোনের বাড়িতে ছিলেন।
অন্যদিকে, শনিবার রাতে চার মাসের অন্তঃসত্ত্বা ইভা বেগম বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বামী আক্কাস। তবে আত্মহত্যার কারণ পরিষ্কার নয়। পাঁচ মাস আগে ইভার বিয়ে হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, তিনটি মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.