পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৬ নভেম্বর) রাতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মিজানুর জামান বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের নুরুজ্জামান ফকিরের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুরের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ওই বাসায় বসবাস করছিলেন। তবে তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা গ্রাম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। সেখানে আসামি মো. মিজানুর জামানের (৪৮) বাসার শয়ন কক্ষে ওয়াড্রবের ভেতরে লুকিয়ে রাখা একাধিক ব্যাগ থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নীল রঙের জিপারযুক্ত ব্যাগে ২০০ পিস করে মোট ৩০০টি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ তৎপরতার ধারাবাহিক অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.