নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর গ্রামীণ ব্যাংক শাখায় রোববার রাত আনুমানিক ১২টায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। ব্যাংকের কর্মকর্তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত শাখার গেটের চারপাশে ঘোরাঘুরি করার পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। শাখার ভেতরে অবস্থানরত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাখার পিওন কাম গার্ড শেখ বাহাউদ্দিন জানান, চারজন কর্মকর্তার উপস্থিতি থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, সিকিউরিটি গার্ডের বাঁশি শুনে নিচে নেমে তিনি পরিত্যক্ত গেটে আগুন জ্বলতে দেখেন। দ্রুত পানি এনে আগুন নিভিয়ে ফেলা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। তিনি বর্তমানে অভিযোগ দায়েরের জন্য সদর থানায় রয়েছেন।
দায়িত্বরত সার্জেন্ট তাপস জানান, ঘটনার কিছুক্ষণ আগেও তারা ওই এলাকায় টহলে ছিলেন। অন্য একটি শাখার দিকে যাওয়ার সময় তারা অগ্নিসংযোগের চেষ্টার বিষয়টি জানতে পারেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.