নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় ‘গ্রামীণ পরিবহন’ নামের একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে। এদিকে পুরো ঘটনার পেছনে নাশকতার গন্ধ পাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে যাত্রী পরিবহন শেষে ‘গ্রামীণ পরিবহন’ নামের ৩২ সিটের মিনি বাসটি সড়কের পাশে রেখে যান চালক মো. পিন্টু। পরে ভোররাতে চালকের সহযোগী বাসটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পাশের ওয়াশরুমে যান। ভোররাত প্রায় পৌনে ৫টার দিকে ফিরে এসে তিনি দেখতে পান বাসের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং সিটে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা বলছেন, রাতের অন্ধকারে এ ধরনের ঘটনা আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। একইসঙ্গে এর পেছনে কোনো সংগঠিত নাশকতা আছে কিনা—তা খতিয়ে দেখছে পুলিশ।
বাসচালক মো. পিন্টু বলেন, ‘আগুনে সব সিট পুড়ে গেছে। গাড়িটা ৩২ সিটের। দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশও আসে।’
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। ঘটনাস্থলের কাছে পুলিশের টহল দল ছিল। তারা দ্রুত এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় আলিফ পরিবহন নামে পার্ক করা বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে এখনো কোনোও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি রাস্তার পাশে পার্কিং করে খাবার কিনতে যান চালক। ঠিক সেই সময় সুযোগ পেয়ে দুর্বৃত্তরা গোপনে বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসের বেশিরভাগ অংশই পুড়ে যায়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.