উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে, কন্ট্রাক্টেড পার্টনার আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের সার্বিক সহযোগিতা উজিরপুর উপজেলার ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসুচির শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
১৭ নভেম্বর সকাল ১১টায় উজিরপুর আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা'র সভাপতিত্বে ও উজিরপুর আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা পারভীন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ খোকন সরদার, পৌর জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, পৌর ইনলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি আব্দুল আজিজ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন এটি একটা যুগান্তকারী পদক্ষেপ, সরকারের ভাল উদ্যোগ।
তাই কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মানসম্মত খাবার বিতরন করতে হবে বলে নির্দেশ দেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.