নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে বেদখলকৃত সাড়ে ৩ একর সরকারি খাস জমি উদ্ধারসহ নগর উন্নয়নে একাধিক পদক্ষেপ হাতে নিয়ে অসমাপ্ত করেই চলে যেতে হচ্ছে বিসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছারকে।
সোমবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য স্বাক্ষাতে গেলে এ কথা বলেন।
প্রশাসক রায়হান কাওছার আরো বলেন, নগরীতে হারিয়ে যাওয়া ১১ টি খালের মধ্যে ৪৩ কিলোমিটার খালের জমি উদ্ধার করে পুনরায় খালের পানি প্রবাহ সচল করা হয়েছে। একই সাতে খালগুলো খুব দ্রুত সময়ের মধ্যে খননের জন্য ১৫ কোটি টাকা বরাদ্ধ নেয়া হয়েছ। নতুন প্রশাসক যোগদান করেই খালগুলো খনন কাজ করতে পারে সে বিষয় সহযোগিতা চেয়েছেন বরিশাল বাসীর কাছে। বিসিসি তত্ববধায়নে একটি ব্লক কারখানা পরিকল্পনা রয়েছে যা নতুন প্রশাসক বাস্তবায়ন করলে পরিবেশের ভারসম্য রক্ষা পাবে। এছাড়াও নগরী পরিস্কার করার জন্য আমার (প্রশাসক) সর্বাত্বক চেস্টা ছিলো। এতে বর্ষায় নগরী কখনোই জলমগ্ন হয়নী।
তিনি আরো বলেন, ২ মাস আগেও প্লান পাশ হলেও বিসিসির অনেকেই তা গোপন রেখেছে কারন এতে করে তারা বাড়তি আয় করতে পারবেনা। আবার অনেকের এনওসির জটিলতাও দুর করেছি। সর্বপরি আমি আইনের মানুষ হিসেবে আইনের মধ্যে থেকেই সকল কর্মকান্ড করার চেস্টা করেছি। তার পরেও আমার কর্মকান্ডে যদি কেহ কস্ট পেয়ে থাকে তাদের কাছে ক্ষমার প্রার্থনা করেন এই বিদায়ী প্রশাসক।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.