নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনাল থেকে একচল্লিশ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নথুল্লাবাদ টার্মিনালের বাস মালিক গ্রুপের অফিসে বাসমালিক, প্রশাসন ও ব্রজমোহন (বিএম) কলেজ অধ্যক্ষের ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতা হয়।
এরপর সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে বরিশাল জেলা বাসমালিক গ্রুপের সভাপতি মো. মোশারেফ হোসেন জানিয়েছেন। দুপুরের পর অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বে শনিবার সন্ধ্যার পর থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালে হামলা ও ভাঙচুর করা হয়। টার্মিনালে থাকা শতাধিক বাস ভাঙচুর, একটিতে অগ্নিসংযোগসহ ৫০টি কাউন্টার ভাঙচুর করা হয়। এরপর থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭টিসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জেলা বাসমালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেন বলেন, সোমবার সকাল থেকে দূরপাল্লার সব রুটের বাস চলাচল করছে। এরপর বিএম কলেজ অধ্যক্ষসহ ছাত্র নেতৃবৃন্দ ও বাসমালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দুপুরের পর অভ্যন্তরীণ রুটের যে সব বাস চলাচল উপযোগী রয়েছে, সেগুলো চলাচল শুরু করেছে। অভ্যন্তরীণ রুটের অনেক বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে। সেগুলো যাতে দ্রুততর সময়ের মধ্যে মেরামত করে চলাচল শুরু করতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতা হয়েছে। কোনো পক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে না বলে জানিয়েছে। শিক্ষার্থীরা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হাফভাড়া নিশ্চিত, বাস চালক-শ্রমিকদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। মালিকপক্ষ ক্ষতিপূরণ দাবি করলেও পরে তা আর আলোচনায় উঠে আসেনি। এখন টার্মিনালের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং বাস চলাচল শুরু হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.