নিজস্ব প্রতিবেদক : ব্যাংকক ম্যারাথন সফলভাবে সম্পন্ন করে চ্যালেঞ্জ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন নাহিদ। নিয়মিত অনুশীলন এবং দীর্ঘ প্রস্তুতির ফল হিসেবে চ্যালেঞ্জ জয় করেন তিনি।
রোববার (১৬ নভেম্বর) থাইল্যান্ডের ব্যস্ত রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় এশিয়ার অন্যতম জনপ্রিয় এই ম্যারাথন।
বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার রানারদের সঙ্গে একই ট্র্যাকে দৌড়ে নিজের সক্ষমতা প্রমাণ করেন তিনি। ভোরের নিস্তব্ধতা ভেদ করে শুরু হওয়া রেসে নাহিদ স্থিরগতিতে এগিয়ে নির্ধারিত সময়ের আগেই ফিনিশ লাইন অতিক্রম করেন।
দেশে ফিরে নাহিদ বলেন, আন্তর্জাতিক মঞ্চে দৌড়ানো আমার স্বপ্ন ছিল। তবে ব্যক্তিগত অর্জনের চেয়েও বড় ছিল দেশের পতাকাকে প্রতিনিধিত্ব করার আনন্দ। প্রতিটি কিলোমিটারে দেশের কথা ভেবেছি।
বাংলাদেশের তরুণরা নিয়মিত দৌড় ও ফিটনেস চর্চায় আগ্রহী হয়ে উঠছেন এটিকে তিনি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখেন তিনি।
ব্যাংকক ম্যারাথনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাকে আরও আত্মবিশ্বাসী করেছে। সামনে আরও আন্তর্জাতিক রেসে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি ধন্যবাদ জানান বইসদাই ও সুলতানীমার্টকে তাকে স্পন্সর করার জন্য।
নাহিদের অর্জন নিঃসন্দেহে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দৌড় শুধু ফিটনেস নয়, নিজেকে বদলে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম। এ বার্তা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.