আশ্রাফুল ইসলাম, স্পেশাল প্রতিবেদকঃ কিংবদন্তীর ইতিহাস-ঐতিহ্যের দেশ বাংলাদেশ। এদিক থেকে বেশ সমৃদ্ধশালী। দেশের বিভিন্ন জেলা আমাদের সংস্কৃতিকে করেছে আলোকিত। বাংলাদেশের বিভিন্ন জেলা খাবার-দাবার, কৃষ্টি-সংস্কৃতি, পোশাক ও স্থান ইত্যাদির কারণে বিখ্যাত।
আমাদের ৮টি বিভাগের মধ্যে মোট ৬৪টি জেলা রয়েছে এবং প্রত্যেকটি জেলা-ই কোনও না কোনও কারণে বিখ্যাত। অথচ আমরা অনেকেই জানি না, আমাদের পাশের জেলাটিই কী কারণে বিখ্যাত। তাই, আজ আমরা দেখবো- আমাদের বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত- সে সম্পর্কে।
বরিশাল জেলা আমড়া এর জন্য বিখ্যাত। তাছাড়া বরিশালকে বাংলার ভেনিস বলা হয়।
বরিশাল জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
বরিশাল জেলাটি ১৭৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এ জেলাটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি অঞ্চল। আয়তনে জেলাটি প্রায় ২৭৯১ বর্গ কিমি। এ জেলার পশ্চিমে রয়েছে ঝালকাটি জেলা, পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা, পূর্বে অবস্থিত মেঘনা নদী, লক্ষীপুর ও ভোলা জেলা, দক্ষিণে রয়েছে ঝালকাঠি জেলা, বরগুানা ও পটুয়াখালী জেলা এবং উত্তরে অবস্থিত মাদারিপুর, চাঁদপুর ও শরিয়তপুর জেলা।
মোট ১০টি উপজেলা নিয়ে বরিশাল জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :