প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৬:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ
আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে কাজ করুন : চরফ্যাশনে কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, একটি আদর্শ সমাজ গঠনের জন্য সুসংগঠিত দাওয়াত, শক্তিশালী প্রশিক্ষণ ও নৈতিক নেতৃত্ব অপরিহার্য। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ, আদর্শ শিক্ষা এবং নৈতিক চরিত্র গঠনে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে কাজ করুন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্রশিবিরের ভোলা জেলা উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে দাওয়াত ও প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম আরও বলেন, ছাত্রশিবিরের প্রতিনিধিদের সময় অপচয় রোধ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে জীবনে সফলতা অর্জন করতে হবে। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনে আল্লাহর অসীম রহমতে বিজয় লাভ করেছি। ধৈর্য ও সাহসিকতার সঙ্গে দ্বিনের কাজ করলে অবশ্যই আগামী জাতীয় নির্বাচনে আল্লাহ আমাদের বিজয় দান করবেন।
সমাবেশে ভোলা জেলা ছাত্রশিবিরের সভাপতি জসিমউদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসাইন, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিববুল্লাহ, ছাত্রশিবিরের সাবেক ভোলা শাখার সভাপতি মাকসুদুর রহমান, সাবেক জেলা সভাপতি আলমগীর মো. সোহাগ প্রমুখ।
এছাড়া চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন থেকে সহস্রাধিক প্রতিনিধিরা সমাবেশে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চরফ্যাশন ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান সজিব ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.