প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও বিক্ষোভ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলা-বরিশাল সেতুর দাবিতে শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ভোলার চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ফ্যাশন স্কয়ার থেকে একটি র্যালী বের হয়ে শহীদ মিনার চত্বরে এসে বিক্ষোভে রূপ নেয়।
শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ শাখার সভাপতি মো. বেল্লাল মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া, মাদ্রাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন শাহীন মালতিয়া, এবং শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন প্রমুখ।
বক্তব্যতে বক্তারা বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও প্রায় ২২ লাখ মানুষ নিতান্ত বঞ্চিত ও অবহেলিত। ভোলা একটি বিচ্ছিন্ন জেলা। অনেক সময় উন্নত চিকিৎসার অভাবে অনেকে মৃত্যুবরণ করেন। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে আছে। এসব দুর্ভোগ লাগবে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবি জানান তারা। অন্যথায় তাদের দাবি না মানা হলে তারা ভোলা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার এবং কঠিন আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.