বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় সৌন্দর্য বর্ধনের জন্য দৃষ্টিনন্দন 'ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ'র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথায় ফিতা কেটে নামব্রান্টিং "ঐতিহ্যবাহী বাকেরগঞ্জে"র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রুমানা আফরোজ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বরিশাল বিভাগের কথা চিন্তা করলে আগাবাকের খাঁর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বাকরগঞ্জ উপজেলা অন্যতম। দক্ষিণাঞ্চলে যেতে হলে এ উপজেলার মহাসড়কের উপর দিয়ে যেতে হয়। এর আগে কেউ বাকেরগঞ্জ উপজেলার নাম রাউন্ডিং নিয়ে চিন্তা করেনি। ঐতিহ্যবাহী বাকেরগঞ্জকে সকলের কাছে পরিচিত করতেই এ উদ্যোগ। আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। আশা করছি এখানে আসলে সকলের ভালো লাগবে।
পৌর প্রশাসক রুমানা আফরোজের মূল পরিকল্পনায় বাকেরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে সৌন্দর্য বর্ধনের কাজ দৃষ্টিনন্দন "ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ" পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিবির) অর্থায়নে ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জসীম উদ্দীনের কারিগরি নির্দেশনায় নির্মিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা বিএনপি যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিম জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক নাসির হাওলাদার, উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, ঠিকাদার শেখ মাহমুদুর রহমান রিমন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.