নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত সমস্যার কারণে ওয়েবের কিছু অংশ কাজ করা বন্ধ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
ক্লাউডফ্লেয়ার হলো একটি ইন্টারনেট অবকাঠামো যা বর্তমানের অনলাইন অভিজ্ঞতাকে শক্তিশালী করে এমন অনেক প্রযুক্তিগত সেবা দেয়।
এসব সেবার মধ্যে এমন টুলও রয়েছে যা ওয়েবসাইটগুলোকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করে এবং ব্যাপক ট্র্যাফিকের মধ্যেও অনলাইনে থাকার বিষয়টি নিশ্চিত করে।
কোম্পানিটি জানিয়েছে, ‘ক্লাউডফ্লেয়ার সমস্যাটি সম্পর্কে অবগত এবং এটি তদন্ত করা হচ্ছে, যা সম্ভাব্যভাবে বহু গ্রাহককে প্রভাবিত করেছে। আরও তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।’
বিভ্রাট পর্যবেক্ষণকারী ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর নিজেও প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিল বলে জানা গেছে। কিন্তু এটি লোড নেয়ার পর বিভিন্ন সমস্যার ‘নাটকীয় বৃদ্ধি’ দেখা গেছে।
সামাজিক মাধ্যম এক্স, এআই-ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ওয়েবসাইট এ সমস্যার সম্মুখীন হয়েছে বলেও জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.