নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরসালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।
ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
এই ম্যাচে শুরুর একাদশে খেলছেন শমিত সোম ও শেখ মোরসালিন। তবে জায়গা হয়নি জামাল ভূঁইয়ার।
সর্বশেষ গত ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বদলি হিসেবে নামেন শমিত। চোটের কারণে দলেই ছিলেন না মোরসালিন। ভারত ম্যাচে এই দুজনকে একাদশে জায়গা দিতে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।
জাতীয় স্টেডিয়ামে দর্শকে পরিপূর্ণ। স্টেডিয়ামে বাইরে বিপুল দর্শক গ্যালারিতে ঢোকার অপেক্ষা। সব মিলিয়ে উৎসবমুখর এক পরিবেশ।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন
মাঝমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরসালিন।
আক্রমভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.