প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
উজিরপুরে মেজর এম.এ জলিল এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত,সম্মাননা স্বীকৃতির দাবি

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা এম.এ জলিল এর ৩৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মেজর এম.এ জলিল স্মৃতি ফলকে পুস্পস্থপক অর্পন,আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর সকাল ১০ টায় উজিরপুর উপজেলা মেজর এম.এ জলিল স্মৃতি পরিষদের আয়োজনে পৌরসভা ৬নং ওয়ার্ডে মেজর এম.এ জলিল নূরানী হাফেজী মাদ্রাসার মাঠে আলোচনা সভায় বরিশাল বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক বিভাগীয় পরিচালক ডাঃ আবদুর রহিম এর সভাপতিত্বে ও উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাঈনুল আহাদ মামুন সিকদার এবং আলী হোসেন সিকদার রুপক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলি সুজা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সম্মানিত অতিথির বক্তৃতা করেন পটুয়াখালী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ এস এম আবুল হাসান।
বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম এ জাকারিয়া,বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর ৩৬তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।এসময় বক্তারা বলেন,আওয়ামী দুঃশাসন ও নির্যাতিতার শিকার,মুক্তিযুদ্ধের সন্মান ও সন্মাননা এবং খেতাব বঞ্চিত স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী বীর মুক্তিযোদ্ধা এম.এ জলিল এর সন্মান ও সন্মাননা খেতাবের দাবি জানানো হয়।
এছাড়াও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নবম সেক্টর কমান্ডার এম এ জলিল এর বিশেষ অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়। এসময় আবেগে আপ্লূত হয়ে পরে বীর মুক্তিযোদ্ধারা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.