নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোহাম্মদ কালাম ওরফে লুডু কালামকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ধান গবেষণা রোড এলাকার নিজ বাসা থেকে মোহাম্মদ কালাম ওরফে লুডু কালামকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য এবং সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি। কালাম ওই এলাকার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার কালামকে বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা লুডু কালাম ক্ষমতায় থাকাকালীন সময়ে এলাকায় মানুষকে জুলুম-নির্যাতন ও দখলদারিত্বের মাধ্যমে ভোগান্তিতে ফেলেছিলেন। এসব বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.