প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
পিবিপ্রবির প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ বুধবার সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গণিত বিভাগকে ৩৫ রানে হারায় মনোবিজ্ঞান বিভাগ।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ ফরিদ একইসাথে ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ড. মো. মোশাররফ হোসেনের পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, অত্যন্ত চমৎকার ও উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স আমরা উপভোগ করেছি। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য মাননীয় উপাচার্য উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান।
খেলাধুলার মাধ্যমে সকলের মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। এসময় তিনি উক্ত টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের চারটি দলের অংশগ্রহণে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে মনোবিজ্ঞান ও গণিত বিভাগ ফাইনালে জায়গা করে নেয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.