সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ আকন জনসাধারণের উদ্দেশ্যে গোলখালী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চান, সরকারি ট্যাক্স দিন সরকারি সেবা নিন।
গোলখালী ইউনিয়ন পরিষদ জনসাধারণের জন্য উন্মুক্ত এখানে কাউকে কাজের জন্য টাকা পয়সা দিতে হবে না। সরকারি ট্যাক্স দিয়ে রিসিট নিয়ে সরকারি সকল ধরণের সুযোগ-সুবিধা গ্রহন করতে পারবেন।
সরকারি খাজনা ও ট্যাক্স দেওয়ার পরে যদি কোন ইউপি সদস্য টাকা নিয়ে কোন জনসাধারণকে ট্যাক্সের রশিদ বুঝিয়ে না দেয় তাহলে আমাকে ফোন দিবেন আমি তার বাড়িতে ট্যাক্সের রশিদ পাঠিয়ে দেব। সরকারি যত রকমের সুযোগ সুবিধা আছে কাউকে কোন রকমের টাকা না দিয়ে সরাসরি এসে সচিবকে অবগত করবেন বললেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ আকন। তিনি আরও বলেন, আমার ইউনিয়নকে আমি ডিজিট্যাল রূপে সাজাতে চাই। কেননা এই ইউনিয়নে কোন কাচা রাস্তা থাকবে না। সরকারি নিয়ম মেনে সকলকে চলতে হবে। ইউনিয়ন পরিচয়পত্র নিতে কাউকে কোন টাকা পয়সা দিতে হবে না।
ফেয়ার কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর ভাতা, বিধবা ভাতা সহ জেলে চাল নিতে বা সুবিধা গ্রহন করতে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না বলে তিনি আশ্বাস ব্যক্ত করেন।
এবিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব রমিজ উদ্দিন বলেন, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ আকন ইতিমধ্যে ইউনিয়ন পরিষদে বসে সকল ইউপি সদস্যগনের উদ্দেশ্যে বলেন সরকারি ট্যাক্স ছাড়া সরকারি কোনো সুযোগ সুবিধায় জনসাধারকে কোন ভোগান্তি দেওয়া যাবে না। তিনি সকল সদস্যকে জনসাধারণের সেবা দেওয়ার জন্য আহবান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.