নিজস্ব প্রতিবেদক : রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো বরিশালেও মানববন্ধন করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে বক্তারা বলেন, করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে।
মেডিকেল ফার্মাসিস্ট মো. সাইফুল ইসলাম লিটন মানববন্ধনে বলেন, “স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আমাদের দাবি বারবার অবহেলিত হচ্ছে। দ্রুত ১০ গ্রেড বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্ট মো. জাহিদ হোসেন ও মো. তাওহিদ হাসান বলেন, “দশম গ্রেড কোনো দাবি নয়, এটি আমাদের অধিকার ও পাওনা। বারবার প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হতে হচ্ছে। এবার চাই সরাসরি সিদ্ধান্ত।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা জানান, দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতি রয়েছে।
মানববন্ধনে অংশ নেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল ফার্মাসিস্ট।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.