স্টাফ রিপোর্টার, বরিশাল : নির্বাচিত হওয়ার ১ মাস ৪ দিন পর দায়িত্ব নিলেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর। মঙ্গলবার দুপুরে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন তিনি।
এ উপলক্ষে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দায়িত্ব গ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় জেলা পরিষদের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখতে নিজে দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি দেন জেলা পরিষদ চেয়ারম্যান। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :