নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোংলায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে রাসুল মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তাকে থানায় স্থানীয়রা নিয়ে গেলে পুলিশ আটক করে।
আটককৃত ব্যক্তির নাম মো. রাসেল ঢালী (২৩)। তিনি মোংলার ঢালিরখণ্ড এলাকার মো. কামরুল ঢালীর ছেলে এবং মাতা হালিমা বেগম। অভিযোগ রয়েছে, তিনি নিজের টিকটক আইডিতে নিজেকে ‘রাসুল’ ও ‘মোহাম্মদ’ দাবি করে ভিডিও প্রকাশ করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে মূর্তি পূজা না করার আহ্বান জানান। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে মোংলা থানার তদন্ত ওসি মানিক চন্দ্র গাইন বলেন, স্থানীয় লোকজন অভিযুক্তকে থানায় নিয়ে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার সুরক্ষা আইন অনুযায়ী এজাহার দায়ের করেন।
আমরা তাকে আটক করে মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সম্প্রীতির এলাকায় এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.