রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে জেন্ডার বিষয়ে সংবেদনশীল সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের “ইমপ্লিমেন্টেশন গাইড লাইন্স অব জেন্ডার একশন প্লান” অনুযায়ী দেশের ৬৪ টি জেলায় জেন্ডার বিষয় সংবেদনশীলকরণ সংক্রান্ত কর্মশালা ভার্চুয়াল প্লাটফর্মে (জুম) অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: জোহর আলী এবং কর্মশালায় অংশ গ্রহন করেন ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং ২জন শিক্ষক, নারী উদ্যোক্তা, ইমাম প্রতিনিধি, সরকারী মহিলা কলেজ/ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর অধ্যক্ষ/ প্রধান শিক্ষক, জেলা পরিষধ নারী সদস্য, সাংবাদিক, সুশীল সমাজ/ গন্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি, মহিলা বিষয়ক কর্মকর্তাগণ।
কর্মশালায় বক্তব্য রাখেন নারী নেত্রী ও ঝালকাঠি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। তিনি বলেন, “নারীরা কিঞ্চিত পিছিয়ে আছে সামাজিক রীতি-নীতি কারণে। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় নারীরা সর্বক্ষেত্রে সফল হয়েছে।”
জেলা প্রশাসক মো: জোহর আলী বলেন, “নারীরা আর পিছিয়ে নেই। তারা কর্মসংস্থান, শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে গেছেন। সর্বক্ষেত্রে নারীদের অংশ গ্রহন নিশ্চিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারীদের অংশ গ্রহন ছাড়া দেমকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। পুরষদের ন্যায় নারীদেরকেও সম মর্যাদা নিশ্চিত করতে হবে।”
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :