নিজস্ব প্রতিবেদক : নাশকতাকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্লবী থানাসংলগ্ন সাগুফতা গেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাগুফতা গেটের সামনে পর পর দুটি ও পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, দুষ্কৃতকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণের এই ঘটনায় থানা গেটের সামনে অপেক্ষমাণ পল্লবী থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. নুর ইসলাম আহত হন। আহত এএসআই নুর বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, চলমান পরিস্থিতিতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের মতো হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে দুষ্কৃতকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছে ডিএমপি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.